কাব্যানুশীলনে সৌম্য সুজন

তুমি এলে তাই
কতো দূর থেকে ভেসে আসে গান,
হেঁটে এলে তুমি।
এখন পাতা ঝরার বেলা, দু পায়ে তোমার অজস্র মর্মর .. ঝরে পড়ে নিঃশব্দে পর্ণমোচী।
তুমি ফিরে এলে। দাঁড়িয়ে আছ ঠায় এই নিঝুম সন্ধ্যের বাতায়নে।
ধূনোর গন্ধে মম করছে শিতলা তলা। শ্যওলা ধরছে জানলাতে,
অথচ, কি নিয়ে যাবে? যা কিছু দেওয়ার সব ফেরার হয়েছে আধো রাতে।।