কবিতায় সুশান্ত সাহা

আলোর ঝিনুক
ঢাক ঢোল আর বাদ্দি বাজায়,আজকের রূপকার
চিন্তকেরা যায় মুরছা,গলায় ফাঁসির হার…
কেউ কবে না কথা এখন ,
সব জান্তা আমি
চমক ধমক রোজের আচার ভাষণ সংগ্রামী,,।
শিক্ষা দিয়েছি বিক্রি করে মেধার লুকোচুরি
রাস্তায় বসে গাক না গান,থাকুক অহংকারী….
আমার কর্ম আমি করি ভাগ করি সব তালা
কোলকাতা থেকে যাওনা দিল্লি একই ডালপালা…..
বিক্রি করেছি বিচার আচার স্বপ্ন রেখেছি তুলে
রাজার আদেশ আমার মাথায় কানটি দেব মুলে ।
বিদ্যা বুদ্ধি দাও ফেলে দাও স্বপ্ন রেখো না আর
গালিগালাজ যতই করি ধরেছি রাজার হাত,,,,
পার পাবে না কেউ তোমরা, গুনছি আমি ঠিক
কার মাথায় কত বুদ্ধি লড়াকু বুঝে নিক,,,,
জেলখানা তো আছেই খোলা রাখবো এমন মুড়ে
আইন কানুন ভুলভুলাইয়া,এমনই দুনিয়া জুড়ে।
সত্যবাদীরা হয় মূর্খ মিথ্যুকরাই আজ সমাজ
হাত আমাদের ওদের মাথায় ওরাই স্বপ্নে আজ…
তাল মেলাতে পারো যদি ওদের সাথেই থাকো
বিক্রি বাট্টা সবই হবে বুঝতে পারবে নাকো,,,।
বিক্রি করব শিরদাঁড়া সব আর হবে না সোজা
সোজা গুলোই করব টুকরো,বুঝেও যাবে না বোঝা…
ফাঁক গলে যায় তবুও কিছু ঝকঝকে শিরদাঁড়া
সুখের স্বপ্নে ওরাই কেবল ঘুমকে করে তাড়া…..