কবিতায় সুশান্ত সেন

সে
সে এসেছিল
সে চলে গেছে
ঝরা পাতা তার খবর রাখেনি
খবর রাখেনি বসন্তের বাতাস
দেখতে দেখতে আবার দিগন্তের সূর্য
লাল হয়ে উঠলো
একটু পরেই সে চোখ ধাঁধিয়ে দেবে
চোখ ধাঁধিয়ে দেবে অন্তরীক্ষ
একটু একটু করে সমুদ্র তীরে
ডিম ফোঁটা কচ্ছপ শিশুরা
ধীর ও নিশ্চিত পায়ে রওনা দেবে
সাগর তরঙ্গ এর দিকে
মিলিয়ে যাবে নোনা জলে
সে জানে এই ভবিতব্য
সে নিশ্চিত এই ধারনায়
তাই সে চলে যায়
চলে যায়