ক্যাফে স্পেশাল (টিচার্স ডে) সংখ্যায় সঙ্গীতা সেনগুপ্ত

ভারতে শিক্ষক দিবসটি পঞ্চম সেপ্টেম্বর মাসে একটি বার্ষিকী উদযাপন। আমাদের শিক্ষক দের তাদের উল্লেখযোগ্য কাজের জন্য শ্রদ্ধার এই দিনটি।শিক্ষক রা তাদের শিক্ষার্থীদের জন্য প্রকৃত জ্ঞান, সহানুভূতি এবং উদারতা রাখেন। আমাদের সাফল্যের পিছনে শিক্ষক দের অবদান অনস্বীকার্য। ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণানের স্মরণে আমরা শিক্ষক দিবসটি প্রতি বছর পালন করি। এক জন শিক্ষক ধারাবাহিক ভাবে তার ছাত্রীদের অথবা ছাত্র দের উৎসাহ বজায় রাখে এবং তাদের সক্ষমতা সেই পথে এগিয়ে যাওয়ার জন্য উপলব্ধি করে। যদিও আমরা আমাদের শিক্ষক দের সাথে অবিচ্ছিন্ন ভাবে বা সর্বদা সহযোগীতা করি, যখন তারা আমাদের থেকে দূরে থাকেন তখন আমরা তাদের উপলব্ধি করি।
শিক্ষক দিবস তাদের প্রতি আমাদের ধন্যবাদ জানাতে স্মরণ করিয়ে দেয়, যে কোনও ইভেন্টে,তারা আমাদের জন্য যে বিষয় টি প্রয়োগ করেছিলো তার জন্য আমরা তাদের একটি প্রশংসা দিতে পারি এবং আমাদের জীবনে তাদের সারাংশের জন্য তাদের প্রশংসা করতে পারি।
শিক্ষক দিবস এমন একটি দিন যার জন্য ছাত্রীরা সারা বছর অপেক্ষা করে। শিক্ষার্থীরা তাদের ক্লাসগুলি সুসজ্জিত করে এবং তাদের শিক্ষকের জন্য কিছু কেক, ফুড এছাড়া গান, নৃত্য, এবং অন্যান্য মজাদার ক্রিয়াকলাপ এছাড়া বক্তব্য উপস্থাপন করে। সব মিলিয়ে শিক্ষক দের প্রতি সম্মান জ্ঞাপনের একটি দিন যা চিরস্মরণীয় হয়ে থাকে শিক্ষার্থীদের মনে।
আমরা আমাদের নিজেদের স্কুলে এই দিনটি বিশেষ ভাবে পালন করে থাকি। বিভিন্ন অনুষ্ঠান, আমাদের নিজেদের হাতে বানানো জিনিস দিয়ে সুন্দর করে শ্রেণীকক্ষ সুসজ্জিত করি। আমার কাছে এই দিনটি খুবই স্মরণীয় সকাল থেকে সহপাঠীনী দের সাথে মজা করে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে শুরু করে শিক্ষক দের সাথে সারা দিনটি কাটানো, অন্যান্য ক্লাস এ গিয়ে তাদের সাথে মজা ভাগ করে নেওয়া, তারপর শিক্ষিকা দের সুসজ্জিত ক্লাস রুম গুলো পরিদর্শন করা, বিভিন্ন অনুষ্ঠান এ শিক্ষিকা দের বক্তব্য, প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা দের সমগ্র অনুষ্ঠান এ থাকা, সব মিলিয়ে সারা বছর আমি এই দিনটির জন্য অপেক্ষা করি।
সঙ্গীতা সেনগুপ্ত
দ্বাদশ শ্রেণি
কাঁচরাপাড়া সারদাদেবী উচ্চ বালিকা বিদ্যালয়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।