কবিতায় সঞ্জীব সেন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
করোনার দিনে প্রেম
কী থাকে শোকের ভিতর!
নদী না একটা ছাদ পলেস্তরাহীন!
আর এটা শোকের মেয়াদ কত!
শোকের মেয়াদ কত! হিসাব করতে এসেছি
আড্ডা দিতে নয়, হয়ে গেলে চলে যাব
যে প্রতিরাতে মাস্ক বেধে রাস্তা পেরোয়
তাকে একদিন ডাকনামে ডাকতাম
যে কটা দিন ছিল সে
আদর লেগেছিল শীতের চাদরে
আজ সে নেই তাই বলে শোক করব!
না বলব যেখানেই থাক ভাল থাক
তার চেয়ে বলি করোনার দিনগুলতে একটু সাবধানে থাক
এভাবেই পালটে যায় সবকিছু
পাশের বাড়িতে জ্বর হলে বলছি করোনা নয়ত!
ইউমিউনিটি বাড়াতে বাজারে এল নতুন ট্যাবলেট
যখন লাইভবয় না থাকলে অন্যসাবানেও চলে যায়
দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে হলুদ
করোনাকে হারানোটাই যখন খুব জরুরি
করোনা যুদ্ধে জিতে ফিরছে যারা
তাদের হাতে ফুলের স্তবক
হারছে যারা তাদেরও
কমন ফ্যাক্টর যখন একটা ফুলের স্তবক
তবু তো ভাবি এভাবে কি করোনা সত্যিই আটকায়!
না হয় থাকলাম না আজ দুজনার কাছাকাছি
তবুও বলতে হয়
করোনা যুদ্ধে তোমার অন্ততঃ জয় হোক
এটা কি প্রেম নয় ।