Poem In Other Language By Sanjana Srivastava

আমি সেই
লিখতে আমি চাইনি,
কারণ লিখলেও, আমি তাের কথা লিখি।
বলতেও চাইনি,
কারণ বললেও, বড় এক ঘেয়ে লাগে।
কিন্তু লিখতে বলতে তােকে খুঁজে পাই,
খুঁজে পেলেও চোখে হারাই।
স্বপ্নর শেষ নেই।
একটু ওড়ার স্বপ্ন;
আবার ওড়ার স্বপ্ন,
স্বপ্ন- , তােকে খেয়ে যায়।
একটু পাওয়ার স্বপ্ন, আবার পাওয়ার স্বপ্ন,
অসন্তুষ্টিতে জীবন কেটে যায়।
ছােটবেলায় সব খেলনা না পাওয়ার অসন্তুষ্টি,
তরুণ অবস্থায় সবাইকে না পাওয়ার অতৃপ্তি,
বয়েস পেরােলে মনে হয় যেন জীবনটাই অশান্তি।
জীবন এর গল্প আমি লিখতে চাইনা,
তাও লিখে ফেলি, তাও বলে ফেলি।
কিন্তু যেটা আজ বলছি, যেটা আজ লিখছি,
সেটা আগেও লিখে ছিলাম, বলে ছিলাম।
নতুন কি?
আজ কষ্ট নতুন,
কষ্ট প্রিয় হওয়া নতুন,
চাহিদা নতুন,
অসন্তুষ্টি নতুন।
আমি সেই, তুই সেই.।।