কবিতায় পদ্মা-যমুনা তে সুমন সাহা (গুচ্ছ কবিতা)

১| মনখারাপ ২০০৯, শনিবার
প্রেমিকার বিয়ের পরের দিন সন্ধ্যার মনখারাপ।
ভাবনার নুপুর গড়িয়ে যায় নদীতে,
ডুব সাঁতার মুগ্ধতা দেখাও।
কবিতা বসে থাকতে বলে বেড়াতে যায়, আলস্য
বসতে গিয়ে ঘুমায়—ঘুম থেকে জেগে দেখে
কপালে সিঁদুর, লাল রক্তজবা তোমার পড়শি।
২| হাসিমুখ ও ছুরি
হাসিমুখ ছুরিটাকে যেভাবে ইচ্ছে সেভাবেই ঘুরালো শ্যামলা ঘাড় – প্রেম, আপনি যাদের দেখে রাখার দায়িত্বে আছেন, দেখে রাইখেন!
সুরু চেইন পরা শ্যামলা হাসিমুখ মেয়েটি বাসা অবধি চলে গেলো—রাফখাতার শেষ পৃষ্ঠা কিছুটা জানালো – অবশিষ্টঃ
চলে যাচ্ছে বিকেল,
সন্ধ্যা জানালার পাশে অল্পসময় দাঁড়াও;
দেখেই চলে যাবো!
৩| রাঁধুনি ও আনন্দ বিষয়ক যাপন
পরিপক্ক হাত পরিকল্পনার কাছে
জানতে চায়,
আগামাথা না-বুঝতে চাওয়ার বোকামি!
ফলাফল বললো—
আমার বাগান। সাকুল্যে নিজের,
সাফল্য না-আসলেও
আনন্দ নিয়ে
বাড়ি ফিরে যাবো রাঁধুনি!