কবিতায় শুভাশিস সাহু

আমার কবিতার উপর ভাসে
এখনও সেই গভীর রাত্রির ঝড়ে
তোমার প্রেম হাতছানি দিয়ে ডাকে।
তোমার শরীর এখনো ভাসে
সেই একলা আকাশের
মেঘে।
তোমার শরীরের গন্ধ ভাসে বেদনার বাতাসে।
তবু সেই নদী
কোথায় নিয়ে যায়
তোমাকে?
শুধু
রাত্রির আলোড়নে_
মহাকাশের বিস্ফোরণে;
তোমার ভালোবাসার চূর্ণ
আমার কবিতার উপর ভাসে।