ক্যাফে কাব্যে সুশান্ত সেন

অপেক্ষা

অপেক্ষা কি সারা জীবন ধরে ?
তাহলে
আর অপেক্ষায় লাভ কি ?
কোন কিছু প্রাপ্তি না হলে
কিসের জন্যই বা অপেক্ষা !
সে কি আর কখনো আসবে ?

আসা

চলে না গেলে
আসবে কি করে !
সব সময় লতায় পাতায় জড়িয়ে থাকলে
আসা ত আর হবে না।
তাই চলেও ত যাওয়া চাই।

চুপ

অনেকক্ষণ চুপ করে থাকার পর
বাঁধ ভাঙ্গলো ।
কাতলা গুলো লাফিয়ে লাফিয়ে এপারে।
ধরা পড়ে যাবার পর
ছটফট ছটফট ।
ঠিক সেই অবস্থায়
খাতার পাতাগুলো অসহায় হয়
সহ্য করে যায় দৌরাত্ম্য !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।