• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে সন্দীপ সাহু

তুমি, শুধু তুমি

তোমায়, চুম্বন করলাম,
গোলাপী পাপড়িতে!
গোলাপ-গন্ধে, গোলাপ-রেণুতে
ঠোঁট রেখে ধ্যানী ঋষির মতো!
প্রথম নদী-স্রোত যেমন মোহনায়!
কিম্বা গোধূলির প্রথম চাঁদ-সূর্য!
কিম্বা সদ্য যৌবনে চঞ্চুতে চঞ্চুতে পাখি!
কিম্বা দিকক্রবালে আকাশ-পৃথিবী!
চুম্বন-সুখে তুমিও ধ্যানস্থা!
ধ্যান না করলে ভগবান, আল্লাহ,গড …
আসেন না, ঘিরে থাকেন না।
আমাদের চুম্বন-ধ্যান, ডেকে আনে
ভগবানকে, আল্লাহকে, গডকে …!
পবিত্র-হৃদ-গন্ধ ঘোরে
আমার চারপাশে, তোমারও!
আমরা দু’জন বলয়ের মাঝে
আটকে পড়ি।
বলয় ক্রমশ ছোটো হয়ে আসে!
একটা প্রজাপতি কেবল পাখা মেলে,
এসে বসল আমার আর তোমার
হৃদ-সীমায়!
গোলাপী পাপড়ির ভূকম্পনে
ভঙ্গিল পর্বেতে, সমভূমীতে
সৃষ্টি হয় চরম সুখ-আলোড়ন!
আমি তুমি হয়ে যাই আর্ধনারীশ্বর!
স্বর্গ বেহস্ত থেকে ঝরে আসে পুষ্প ঝরণা!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।