|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সঞ্জীব সেন

দ্বিতীয় আনন্দ
হৃদয় , ‘তুমি কী শুনতে পাচ্ছো ?,আগের মতো =
না কী তুমিও সময়ের দোষে কঠিন ও রুক্ষ হয়ে গেলে !
আল্টিমেটলি সেই কথাটাই ঠিক প্রমাণিত হলো
জীবনে দুঃখ আর পাপবোধ ছাড়া কিছুই থাকেনা=
তাই না!
আর আনন্দ, যা কম সময়ের জন্য হলেও এসেছিল আমার জীবনে ।
তোমার মনে পড়ে, একদা, প্রথম যৌবনে=
সেই অতি পরিচিত নদীটির সামনে দাঁড়ালে
মাথা দুলিয়ে অভিবাদন জানাতো, “এসেছো!”
তারপর অনবদ্য ইঙ্গিতটা পেলে উচ্ছাসে ভেসে যেতাম, মনে পড়ে!
আজ অনেকদিন পর আবার এলাম এখানে
জানো, নদীটি আমায় মনে রেখেছে দেখে আবাক হলাম, কতলোক তো আসে এখানে ঘুরতে!
শুধু কি তাই, ডালিয়া , চন্দ্রমল্লিকা, সবাই
অভিবাদন জানালো, বললো “এতদিন পর !”
তবু আমি সেই পুরোনো উচ্ছাসটা পেলাম না ।
মনে মনে বললাম , এসো আনন্দ, আর একবার
আমার জীবনে দুঃখ আর পাপবোধ,
কিন্তু, তুমি তো জানতে , একটা সময়=
জীবন বলতে শুধু আনন্দই জানতাম ।’