|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় জয়তী রায়

ফোনালাপ 1


: হেল্লো, রজত। আছো?
— না থাকলে , তুললাম কি করে ফোন?এই জন্য মেয়েদের বুদ্ধি নিয়ে গুণীজনেরা নানান মন্তব্য করে থাকেন!
–আরে , বলতে, চাইলাম ফ্রি আছো কিনা? অফিসে চাপ বেশি?
–হুঁ
–আচ্ছা, তাহলে রাখছি। তুমি ই বলেছিলে, এই উইকেন্ড বাইরে যেতে পারবো কিনা জানাতে , তাই ফোন করলাম!
—-ঠিক আছে। এখন তো শুনছি। যেতে পারবে ? ম্যানেজ করেছ?
— ই স! একবারে টপ টপ টপ … ঝরে পড়লো জল। এখন আর অফিস নেই? আর , তোমার ঐ গুণীজন? বলেন নি ? বিয়ের আগে যেতে নেই এমন? ও অহনা , অহনা , অহনা। সবসময় তোমার এই ক্লাইমেক্স টেনশন আমার আর সহ্য হয় না। প্লিস। অনেক ব্যবস্থা করতে হবে ।
— মাকে ম্যানেজ করেছি। ফ্রাইডে, স্যাটারডে। দুদিন। কিন্তু ওখানে ওই গুণীজনদের সঙ্গে নিয়ে যেওনা, রজত। এই লাস্ট টাইম বলে দিলাম !
:আরে মারো গুলি, গুণীজন_ মহাজন। এখন শুধু তুমি , আমি আর নির্জন !
—সে কে? নির্জন কে? এই যে বললে , শুধু আমরা যাচ্ছি।এর মধ্যে নির্জন কোথা থেকে এলো ?

— উউহঃহ,, অহনা , অহনা। চট করে কাজ শেষ করে ফেলি কেমন ? আমার মুনচু সোনা। পুনটু সোনা। তুমি চিন্তা করোনা। নির্জন হল ঐ ডাকবাংলোর চৌকিদার! ওকে? বাই।

ফোনালাপ ২

__ হ্যালো রজত
—- ইয়েস স্যার।
—–মনে আছে?নেক্সট মাসে , এক মাসের জন্য যাচ্ছো মুম্বাই?
—- হ্যাঁ স্যার। নো প্রবলেম স্যার। “
—–হুমম। আচ্ছা! রজত ? একটা কথা বলছি … কিছু মনে করো না। তোমরা তো সব আজকাল ,বান্ধবী নিয়ে এদিক ওদিক বেড়াতে যাও । যাও না?
—- কি বলছেন স্যার! আমি তো অফিস আর বাড়ি , বাড়ি আর অফিস। এর বাইরে কোথাও যাই না ! গুণীজন বলে গেছেন, ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিও না!
—- হুম। ওনারা ঠিক কথাই বলেছেন।
—— কেন স্যার? কিছু প্রবলেম স্যার?
——- না। ভেবেছিলাম, এই উইকেন্ড এ একটু বাইরে ঘুরে আসি। গিন্নি ও নেই কলকাতা। কিন্তু, ওই যে বললে, ভাবিয়া করিও কাজ… থাক। এই বয়সে আর রিস্ক নিয়ে লাভ নেই।


ফোনালাপ 3

— হ্যালো
—- হ্যালো কে ?
—– আমি তোমার ফেসবুক ফ্রেন্ড মিনকি।
—— মাংকি? ফেসবুক ফ্রেন্ড? মোবাইল নম্বর কোথায় পেলে?
—– ও রজত। মাঙ্কি না। মাঙ্কি না। মিনকি। তুমি ই তো দিলে। রাত দুটোর সময় সেই নটি নটি চ্যাটের সময়! ভুলে গেলে ? ঊঊঊঊ।
— উফ । মা …স্যরি মিনকি। এখন আমি অফিসে। এখন তো নটি নটি চ্যাট করা যাবে না!
—- ও রাজু, আমার রাজু। এই তো কাল রাতেই বললে, আমার মতো সুন্দরী দেখোনি। আমি নাকি লাপ্পা হট। রাজ্জু ,জানো। আমাকে সবাই সুন্দরী বলে । কিন্তু ঐ লাপ্পা হট ? ওটা আমি এত বছরের এফবি জীবনে শুনিনি গো। ওটা একটু বুঝিয়ে দেবে গো!


ফোনালাপ 4
———-/———
— হ্যালো অহনা।
—-কি ব্যাপার !”
——আরে। ব্যাপার আবার কি? কোনো দরকার নেই। এমনি তোমাকে মনে পড়লো , তাই ফোন করলাম।
—– সত্যি।
—– তিন সত্যি। আসলে , এবার বাইরে ঘুরে আসবার পরথেকে না তোমাকে ভুলতে পারছি না।
—- যাহ! তুমি তো এখন এয়ারপোর্টে? উফ। একমাস! রজত , একমাস পরে এসে আইসক্রীম খাওয়াবে তো?
— হুঁ।
— অনেক দিন গিফ্ট দাওনি কিছু। একটা ভালো ড্রেস দিও।
—হুঁ
— আরে, তখন থেকে, হুঁ হুঁ করে যাচ্ছো কেন বোলো তো? নিজেই তো ফোন করলে ? রজত, খুব মিস করবে আমাকে? বুঝতে পারছি। তার জন্য, বাড়ি থেকে বেরোবার সময় ফোন আবার এয়ারপোর্টে বসে ফোন।
— হুঁ ।
— একটা তো মাস, বেবি। ডোন্ট ওরি। কেটে যাবে দেখতে দেখতে। উইল মিস ইউ সো মাচ রজত।
—-ওক্কে অহনা। ফ্লাইট আধঘন্টা লেট ছিল। টাইম হয়ে গেছে। যাচ্ছি। বাই। take care ।
—ওহ মাই গড! এইজন্য তুমি টাইম পাস করছিলে? শয়তান বদমাশ


গুণীজন বলে গেছেন… প্রেমে কখনো সত্যি কথা বলতে নেই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।