দিব্যি কাব্যিতে স্বদেশ রঞ্জন মন্ডল (দাদাভাই)
by
TechTouchTalk Admin
·
Published May 16, 2021
· Updated May 16, 2021
মুখাগ্নির গান
একেকটা মৃত শবের জন্য একেকটি পাথর বরাদ্দ রেখেছি
প্রতিটি পাথরের বুকে নীল অক্ষরে লেখা শব্দ-সংকেত আর মুখাবয়ব
রোজ রোজ সভ্যতার পাহাড়ে লক্ষ পাথর বুকের ভিতর……জানিনা কবে শীর্ষে উঠে পতাকা ওড়াবো দেবদূত হয়ে
এখন আর রাজপথে কোথাও নেই মানুষের পায়ের চিহ্ন
কোথাও নেই জলজ অভ্যাসের মিছিমিছি পিছুটান…..এমনকি গ্রামের মরম ফেলা পথে পথে অপদার্থ ভয় অনায়াস জবুথবু এখন
যেন সকলেই জেনে গেছে আজকের পোকামাকড়ের ইতিহাস
বুক-পাঁজরে মুহুর্মুহু দাঁড়ের শব্দ-হুঙ্কার
এই বুঝি ধ্রুপদী নিঃশব্দে নিহিত বিষাদ মন্ত্রহীন দীর্ঘশ্বাসে
এবার নগ্ন হও খুলে ফেলো যা-কিছু তোমার শীতলপাটি পরিচয়
আর আমি লিখবো না ছাইপাঁশ আমার আজন্ম অভিধানে….এই নাও মুদ্রাদোষী কলম ছুঁড়ে লেলিহান চিতায়
সমস্ত প্রসিদ্ধ ইতিহাস পাথরের বুকে নীল শব্দ-সংকেতে
এবার চলো শীর্ষে উঠে পতাকা ওড়াই মুখাগ্নির গানে গানে……