ক্যাফে কাব্যে সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
।। তিনি ও তুই ২।।
বৃষ্টি ধোয়া ফুটপাথ, তারা খসার আলো, তোর হেঁটে যাওয়া মন শরীরের অলি গলি, গবলেটে জমানো এক পেগ মেঘ, এই মর পৃথিবীর নাভি তে সমর্পণের আত্মজলে লেখে অবিনশ্বর ভালোবাসার ধারাবাহিক কাব্যকথা …
তারপর?
মৃত্যুর ঘ্রান এড়িয়ে ভুবন ডাঙার মাঠ পেরোবে কালপুরুষ,
এলোমেলো আলাপচারিতা জল মাখা সাদা কালো অলিন্দে পোড়াবে শুকতারার কুশপুতুল,
নরম দুপুর খেয়ালী চিঠি পাঠাবে ছায়াময় বৃষ্টির প্রতিনিধিদের…
সেই পলেই রোদরঙা ভোরের উন্নাসিক উত্তোরণের নিভৃত শুশ্রূষায় তিনি খুলে দেবেন শব্দ ও সংকটের অলৌকিক বাতায়ন।
যে পক্ষীরাজ ইতিহাস ধ্বংসের সাক্ষী তার জাদু ডানা থেকেই নেমে আসে মেরেলিন মনরোর আত্মাহুতির ইন্টেন্স মঙ্গল কাব্য…