কবিতায় সৌগত রাণা কবিয়াল
by
TechTouch Talk
·
Published
· Updated
আগুনে অভিলাষ
কমরেড,
একটা দেশলাইকাঠি হবে….?
শুনেছি,
মুঠোতে তুমি আগুন ধরতে জানো…. !
আজকাল আমারও ইচ্ছে হয়,
স্বপ্ন বুনে দেই প্রিয় যৌবনের চোখে…
ঠোঁটে ঠোঁটে কবিতার জন্য মিছিল হোক আবার,
যে কবিতায় দাম্ভিক রাজপথের
ধুলোমাটির সাথে প্রেম হয়ে যায়
কোন এক মুখচোরা লাজুক যুবকের… !
সহস্রার মরেও অমর হওয়ার সাধ আজন্মকাল বেঁচে থাকে
শহরের প্রতিটি যৌবনের বুক পকেটে….. !
আবার কখনো যদি বারুদে আগুন জ্বলে..
তবে আমিও ঠোঁটে নিতে চাই
নিয়ম বদলে দেয়ার সেই লাল শ্লোগান….!
কমরেড,
একটা দেশলাইকাঠির জন্য,
আমারও যে আজন্ম সাধ….. !
মনের সাক্ষী….
হেঁটে গেলাম অনেকটা দূর..
কেউ দেখেনি…
বৃষ্টির জন্মদিন ছিলো সেদিন..
কেউ ভেজেনি…!
একি ! চলে যাচ্ছো…?
অবেলায় ছুঁতে চাইলাম বলে..?
ভয় নেই..
আজকাল আর কাটতে পারিনা আগের মত
শুধু আগলে রাখি চিবুকের পাপের ক্ষত…!
একদিন তুমিই তো বলেছিলে..
” নিপুণ কৌশলে পালিয়ে বাঁচার এই শহরে
মনের সাক্ষী শুধুই মন “….!
তিলোত্তমা নিখোঁজ হওয়ার দিনে এসো একবার…
তোমার আত্মার উত্তরকে স্পর্শ করে
সেদিন আমি শ্রাবণী স্নান করবো….!
ভয় নেই…
ততোদিন পর্যন্ত আমি কোন রাজ পোষাক পড়বো না…
ফুটপাতে যে রাজদণ্ড খাটে না….!