কবিতায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

নদী
উৎসমুখে ফেরা আবার সত্যি অসম্ভব
ঝর্ণা থেকে নদী হলেই স্রোতের কলরব
বয়ে যেতে হয় মোহনায় সে তো সবাই জানে
ক জন বোঝে সেই কথাটার সত্যিকারের মানে
ক জন জানে হয় না ফেরা যখন কোনো মতে
কেমন করে কাটে জীবন এই সময়ের স্রোতে
পিছন ফেরার ইচ্ছেটুকু দিয়ে জলাঞ্জলী
ক জন বলো চাইবে শুধু নিরুদ্দেশেই চলি
এমন জীবন চায় না তো কেউ যায় না যখন ফেরা
ধাওয়া করে পেছন পেছন স্মৃতির দানবেরা
তারা কেবল অত্যাচারে নুইয়ে দিতেই জানে
কেউ বোঝেনি কেউ বোঝে না মনখারাপের মানে
নদীর বুকে জলের ভেতর ক ভাগ অশ্রু তার
কখনো তা কেউ ভেবেছে বলো তো একবার
সবটা খালি হিমবাহ গলিয়ে আনার ফল
আমি জানি অর্ধেক তার নদীর চোখের জল।