T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সর্বাণী রিঙ্কু গোস্বামী

হোলিকাদহন
যখন তোমার পংক্তিগুলোয় বাসন্তীরং ভরিয়ে দিলে
বুকের ভেতর আমার আগুন….লাল
আমার কলম ফুরিয়ে গেছে কতোবছর আগেই যেন
কালিও গেছে শুকিয়ে কতোকাল
হয় না লেখা নতুন কিছু ফাগুনকালের আদিখ্যেতা
আবীর গুলাল সব হয়েছে ধুলো
তোমার লেখায় চমকে দেখি একটুখানি মরণ বাকি
তার বুঝি আজ ঘুম ভেঙেছে… ছুঁলো
আমার আগুন সামলে রাখি বাঁচিয়ে রাখি আঁচটুকুনি
বাসন্তীরং পুড়িয়ে দিতেই চাই
অনন্তকাল শীতের প্রহর পর্ণমোচী উপাখ্যানে
ধিকিধিকি জ্বলছি আমি তাই
দাবানলের ক্রোধের শিখায় পংক্তিগুলোর মরণ ডাকি
হিংস্র খুশি দহনলীলাই জানে
হায় রে আমায় অবাক করে নতুন পাতায় পংক্তি সাজে
আবার নতুন ফাগুন উপাখ্যানে
বুক পুড়েছে আমার যখন নিজের প্রতিশোধের জ্বালায়
পুষেছি রোজ পুড়িয়ে দেওয়ার ছল
কেমন করে সাজালে যে আমায় তোমার ফাগুন খেলায়
জাগল পাতায় খুশির কলরোল
নতজানু এই বসেছি এইবারে নয় শিখিয়ে দিও
কেমন করে ভালোবাসতে হয়
শত্রুমিত্র নির্বিচারে ভাসিয়ে দিতে অপার ক্ষমায়
এইটুকুনি চাই গো দয়াময়।