ক্যাফে কাব্যে শ্রী রাজীব দত্ত

তোমার অপেক্ষায়
কত রাত ঘুম আসেনি,
কাতর কণ্ঠে বালিশ ভিজিয়েছি
আলপনা এঁকে গেছি চোখের জলে,
কেউ আসেনি আমার পাশে,
একান্তে ভালোবেসে।
শুধু ডুবেগেছি কল্পনায়,
তুমি ভাসিয়ে ছিলে, খেয়ালী জল্পনায়।
কোন গোধূলি বিকেলে তুমি আসবে?
ভাবনায় বছর কুড়ি পাড়,
তুমি গড়েছ নতুন সংসার।
সেই সংসারেও হয়েছে ইতি
আবার কি ফিরে আসবে আমার তুমি।
নিয়ে ভালোবেসে প্রেম প্রীতি।
আমি নয় রইলাম আবার অপেক্ষায়,
শুধু তোমার আগমনের প্রতীক্ষায়।
যদি বলি এখনও ভালোবাসি,
যদি বলি ফিরে পেতে চাই,
ভুলে গিয়ে বাহানার দোহাই।