কবিতায় সুনৃতা রায় চৌধুরী

ইচ্ছে ঘুড়ি
ঐ ছেলেটা ধবধবে শার্ট গলায় রঙিন টাই
গটমটিয়ে চললো স্কুলে ডিসিপ্লিনটা চাই
বিকেলগুলি ক্রিকেট কোচিং ভায়োলিনের পাঠ
ড্রয়িং জুডোয় হারিয়ে গেছে নিজের খেলার মাঠ
না চাইতেই খেলনা আসে হরেক রকম দেদার
হুল্লোড় নেই, নেইকো সাথি খুশির সে ভাগ নেবার।
আরেক ছেলে ময়লা পোশাক কিংবা আদুল গায়ে
শৈশব তার পড়লো বাঁধা পোড়া পেটের দায়ে
দিনগুলি তার অনাহারে অর্ধাহারে কাটে
ভিক্ষাপাত্র হাতে ধরে বেড়ায় মাঠে ঘাটে।
দুইটি ছেলের ইচ্ছেগুলো রঙিন ঘুড়ির মতো
আকাশ জুড়ে ভুলিয়ে রাখে না পাওয়ার সে ক্ষত।
সুন্দর ভাবনা ❤️
ভীষণ ভালো