T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শুভ্রব্রত রায়

আগমনীর সুর
মা আসছে বছর পরে,
সকলে তাই আনন্দ করে।
শুভ্র মেঘের ভেলাতে ভেসে,
শরৎ এলো মোদের দেশে।
শিউলি ফুল ফুটলো ওই
কাশ ফুলে লাগে মনে দোলা,
শীত আসছে জানিয়ে দিল
শিশির কুয়াশার মেলা।
ঢাকের কাঠির মিষ্টি তালে
আকাশ সাজে নীলে,
স্বচ্ছ আকাশে ভেসে বেড়ায়
উড়তে থাকা চিলে।
পুজো এলে ঢাকের কাঠিতে,
শিশুরা ওঠে খুশিতে মেতে।
সারা ভুবন আলো করে মা আসে,
সকলে তাই খুশির জোয়ারে ভাসে।
আগমনীর সুরে হৃদয়ে জাগে আশা,
মারণ ব্যাধি দূর হবে এ মোদের প্রত্যাশা।
চারিদিকে ছড়াবে শুভ আলো,
ঘুচে যাবে যত আছে সব আঁধার-কালো।