T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় পিনাকী বসু

দাগী

প্রতিটা দাগেরই একটা গল্প থাকে –

বাতিল কবিতার গায়ে কালির আঁচড় হোক,
স্তনে, রক্তকরবীর দাগ হোক,
অথবা,বৈধব্যের সাদা জন্মদাগ হোক,
এসব আঁকড়েই শরীর বৃদ্ধ হয়।

রুমালে যে আতরের দাগ থাকে,
অথবা জামায় সিঁদুরের দাগ,
এরা, বসন্তের কথা বলে।
আর বসন্ত মানেই তো পোষা ফুল।

এসিডে ঝলসানো মুখে যে দাগ থাকে,
রঞ্জকহীন চামড়ায় যে শ্বেত দাগ থাকে,
অথবা নষ্ট মেয়ের গায়ে সোহাগের দাগ,
এইসব দাগ শব্দের প্রেমিকা হয়।

বাকি দাগ হাতের মুঠোয়-রোজই আমিষ।।

Spread the love

You may also like...

error: Content is protected !!