কবিতায় বলরুমে শুভ্রব্রত রায়
সন্ত্রাস
হে নিরীহ মানবজাতি!
তোমাদের জন্য এ পৃথিবী নয়।
যাদের কোনো ধর্ম বলে কিছু নেই,
তারা পিশাচের মতো ছড়ায় আতঙ্ক আর ভয়।
ভেবে দেখেছো! যারা নতুন জীবন
শুরু করতে গিয়েছিল,
কতো স্বপ্ন যে দেখেছিল।
একটা বন্দুকের নল
কেড়ে নিল তার ভালোবাসার
মানুষের প্রাণ।
অসহায় স্ত্রী হাঁটু গেড়ে বসে,
শয্যারত স্বামীর মুখ পানে চেয়ে-
বিদ্ধস্ত হলো সে আজ শুধু বেড়াতে এসে,
আর কতো সইবে সে!
না, এই দেশটি তো আমি দেখিনি!
জল্লাদদের উল্লাস তো ছিল না!
ছিল যে সবুজ শ্যামল প্রান্তর,
আমি তো রক্তে রাঙা হতে দেখিনি।
তবে আজ কেন হবে রক্তে রাঙা?
সন্ত্রাসবাদী জল্লাদদের যাবে না কী ভাঙা?
তারা আমাদের ভূস্বর্গকে করেছে শ্মশান,
তাদেরও মেটাতে হবে যে চিরতরে নাম নিশান।