মন বড় করলে দিনও বড় হয়ে যায়
বট গাছের মতো।
তাতে লাল, নীল, সবুজ পাখি
এসে বসে। বিশ্বসংসারের যত।
দিনগুলো বাড়তেই থাকে,
বটও বাড়তে বাড়তে একদিন আকাশ ছোঁয়
তারা ছোঁয়, সূর্য ছোঁয়, চাঁদ ছোঁয়
তারপর কালপুরুষ এসে বাসা বাঁধে
একদম মগডালে। কল্পে আশমানী হয়।
সবকটা দিন বড় হয়ে যায়। আর জানতে থাকে –
‘খারাপ কতই বা হতে পারবে
ভালোর যে শেষ নেই।’