T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় সুপ্রসা রায়

সিঁদুরে মেঘ

অন্ধকার সুড়ঙ্গে
বন্দি হয়ে আছি অনন্তকাল ।
হাত ঠেকছে হতাশা যন্ত্রণা আর
দুঃস্বপ্ন ভরা নিরেট দেয়ালে ।
হয়তো বা সুড়ঙ্গের ওপারে
আলোক স্তম্ভ হাতে দাঁড়িয়ে আছে
কেউ । তবু আমার এগোতে ভয় ।
আলোর নীচের জগৎটাই যে
সবচেয়ে অন্ধকার ।।

Spread the love

You may also like...

error: Content is protected !!