গদ্যানুশীলনে শুভ্রব্রত রায় (অণুগল্প)

সহানুভূতি
অত্রি ও ভুষণ দুই বন্ধু, তারা এক সাথে রোজ স্কুলে যায়, টিফিন হলে এক সাথে টিফিন খায় আবার ছুটি হলে ফেরেও একই সঙ্গে।
একদিন তারা স্কুলে যাওয়ার সময় দেখে তাদের সমবয়সী প্রায় একটি ছেলে পেটের দায়ে পথে ঘুরে ঘুরে বিস্কুট, চিপস, লজেন্স বিক্রি করছে।
তাই দেখে অত্রি তার জমানো হাত খরচার টাকা থেকে দুই প্যাকেট চিপস, এক প্যাকেট বিস্কুট আর চারটি লজেন্স কিনলো।
সেটা দেখে ভুষণ বলল, তুই আবার এগুলো কিনলি কেন? বাড়ি থেকে তো টিফিন এনেছিস।
শুনে অত্রি বলল, ওই ছেলেটির জন্য।