T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় মেঘমালা ( শ্রেয়সী রায় )

চরিত্রহীন
…….. সমাজ বলে প্রেম – ভালোবাসা নাকি একবারই আসে একজনের সঙ্গে কিন্তু আদতে আমার কাছে এই বিষয়ের ভাবধারা একেবারেই অসম্ভব মনে হয়। আমি মানুষটা একটু আলাদা, থুড়ি একেবারেই ভিন্ন প্রকৃতির।আমার কাছে প্রেম – ভালোবাসা জনৈক আত্মার মত, আত্মার মনের মধ্যে যেমন অনেক কিছু অপূর্ণ রয়ে যায় তাই তার শান্তির জন্যই তো শ্রাদ্ধের আয়োজন ঠিক সেরকম যারা ভালোবাসায় কাঙাল হয়ে তাদের মধ্যেও অনেক অভাব বোধ থাকে। সেই অভাব বোধ থেকেই বারবার ভালোবাসার জন্ম ঘটে , আর তখনই আমরা সমাজের চোখে হয়ে পড়ি চরিত্রহীন। আচ্ছা , আমরা হয়তো ভুলে যাই প্রতি মুহুর্তে, যে আমাদের মত মানুষরাই তো এই সমাজের রচয়িতা তবে সমগ্র সমাজের কেনো কলঙ্ক মোচনের ভয় থাকে না !!! শুধু মাত্র তারাই কালিমা লিপ্ত হয় যারা একাধিক বার ভালোবাসার সাগরে ডুবে যায়। আমিও ঠিক সেই চরিত্রহীন মনুষ্য প্রজাতির একজন যে বারবার ভালোবাসতে চায় , যার হৃদয় অতৃপ্ত ভালোবাসায় সিক্ত। আমাদের জীবন পৃষ্ঠায় বেশ কিছু এমন মানুষ আসে যারা ,। স্ব – ইচ্ছায় নৈকট্য অর্জন করে , আবার পরমুহূর্তেই অন্য আরও এক মানুষের নৈকট্য অর্জনের আকুলতায় বিহ্বলিত হয়ে পড়ে, কই তারা তো চরিত্রহীনতার তকমা পেলো না , এই সমাজ তাদের চরিত্রের দিকে আঙুল তুললো না। কিন্তু যে সকল পুরুষ কিংবা নারী ভালোবেসে মানসিক ও শারীরিক উষ্ণতা অনুভব করতে পারে তারাই এই সমাজে চরিত্রহীন পরিচয়ে পরিচিত অথচ যারা প্রতিনিয়ত মানুষের মনের মধ্যে মিথ্যা অনুভূতির জাল বুনে চলেছে শুধুমাত্র শরীরকে আস্বাদন করার জন্য তারা প্রত্যেকে এই সমাজেই বসবাস করে কিন্তু তারা কালিমা লেপনের আঁচ টুকুও গ্রহণ করতে পারে না। তবে গর্বের সঙ্গে বলতে পারি স্বেচ্ছায় নতুন করে নতুন মানুষের অনুরাগের ছোঁয়া পেয়ে চরিত্রহীনতার তকমা অর্জন করার মত শান্তি আর কোথাও নেই তবে বিপরীতে থাকা মানুষটির হৃদয়ের গোপন কুঠুরিতে কখনও মিথ্যা অনুভূতির জন্ম দেওয়ার মত জঘন্য অপরাধ করার স্বপ্নও দেখা অনুচিত ………….. ।।