|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় নির্মাল্য ঘোষ

স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে রবীন্দ্রনাথ আর
নজরুলের দেশ আলাদা করা নয়….
খাঁচার পাখি নৈ:শব্দের দিকে উড়ে
যাওয়া স্বাধীনতা নয় –
হাহাকার…
স্বাধীনতা মানে ডুগডুগির তালে
বাঁদর নাচ নয় – অন্যকিছু…
কারাগারের পেছনে কিম্বা ফাঁসির মঞ্চে
মৃত আত্মারা জানত – স্বাধীনতা মানে…
প্রদীপের বুক পোড়া পলতেটি জানত
প্রদীপ জ্বালিয়ে রাখার যন্ত্রনা…
যা ক্রমশঃ বাতিল…
সকলেরই খিদে এখন – ভীষণ খিদে…
মাথার ওপর বিশাল শূন্যতা…
আর আকাশে উচ্ছৃঙ্খল মেঘের
আনাগোনা…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।