T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় শুভ্রব্রত রায়

মায়ের আবির্ভাব
মা আসছে বছর পরে,
সকলে তাই আনন্দ করে।
শুভ্র মেঘের ভেলাতে ভেসে,
শরৎ এলো মোদের দেশে।
পুজো এলে ঢাকের কাঠিতে,
শিশুরা ওঠে খুশিতে মেতে।
সারা ভুবন আলো করে মা আসে,
সকলে তাই খুশির জোয়ারে ভাসে।
নদীর পাড়ে হাওয়ায় দোলে কাশের বন,
তাই দেখে মাতোয়ারা সকলের মন।
আগমনীর সুরে হৃদয়ে জাগে আশা,
মারণ ব্যাধি দূর হবে এ মোদের প্রত্যাশা।
চারিদিকে ছড়াবে শুভ আলো,
ঘুচে যাবে যত আছে সব আঁধার-কালো।