প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে সুপম রায় (সবুজ বাসিন্দা)

একই রকম

একই আছি আগের মতন,
দুষ্টু ছেলে । বিরক্তিকর ।
হয়ত ভোলার রোগ রয়েছে,
বন্ধু নইতো আপত্তিকর ।
একই রকম দিন মাপি আজ,
জায়গা খুঁজি তোর পাশে ।
জগৎ আমার একটু পৃথক,
স্বীকার করতে নেই দোষের ।
যদিও আমি পার করে যাই,
ফিরেও আসি দিন শেষে ।
তোর জন্য লেখা পদ্য,
পড়ছে শহর আজ বসে ।
একই রকম আঘাত জানি
ফিরবে আবার এই বুকে ।
তবুও আমি আগের মতন
হাত বাড়িয়ে তোর দিকে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।