মার্গে অনন্য সম্মান সুমিত রায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৭৭
বিষয় – মাতৃভাষা / আত্মসম্মান / বৈরাগী
একুশে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির একুশ তারিখ উনিশশো বাহান্ন সাল,
আমার ভাইয়ের রক্তে বাংলার মাটি হয়েছিল লাল।
উর্দু হবে রাষ্ট্রভাষা শুনে সকলেই উঠলেন ক্ষেপে,
প্রতিবাদের মিছিল নিয়ে ভাইরা পড়লো ঝেঁপে।
মায়ের ভাষায় কথা বলে আমরা কত সুখ পাই,
বাংলা আমাদের রাষ্ট্রভাষা দাবী ছিল তাই।
আমার ভাইয়ের রক্তের বদলে ভাষা পেলাম তাই,
মায়ের ভাষা রক্ষা করতে শহীদ হলো আমার ভাই।
একুশ এলে মায়ের কোলটা ফাঁকা মনে হয়,
ভাষা আন্দোলনের শহীদ ভাইরা মোর হৃদয়ে রয়।
একুশ হলো শ্লোগান মুখর বিজয় পাওয়ার স্বাদ,
বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়া ভাইয়ের আর্তনাদ।
বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ,
আমার ভাইয়া জীবন দিলো রাখতে ভাষার মান।
ভাষার জন্য জীবন দিয়েছে ভুলে মায়ের স্নেহ,
অত্যাচারীর বুলেটের আঘাতে খোকার নিথর দেহ।
বাংলা আমার মায়ের ভাষা গাই একুশের গান,
মায়ের ভাষায় কথা বলে আমাদের জুড়ায় মন প্রাণ।
একুশে ভাষা আন্দোলনে বাংলা ভাষার হলো জয়,
রফিক, সালাম, শফিক,বরকত কে জীবন দিতে হয়।
শহীদ হলো দামাল ছেলেরা বাংলা ভাষার জন্য,
ফেব্রুয়ারির অমর একুশ আজ বিজয় মাল্যে ধন্য।
বাঙালী হলো বীরের জাতি আজ বলছে বিশ্ববাসী,
সন্তান হারা মায়ের মুখেও আজ গর্বে ভরা হাসি।
বাংলা ভাষার জন্য ভাইরা দিলো জীবন বলিদান,
দেশ বিদেশে বাংলাভাষা এখন পাচ্ছে কতো সম্মান।
একুশ মানে শহীদ ভাইদের স্মৃতির পাতায় দেখা,
একুশ মানে তাদের জন্য নিজের ভাষায় লেখা।
একুশে ফেব্রুয়ারি দিনটা স্মৃতিতে ফিরে আসে,
রাজধানীর পথ ভরে গিয়েছিল আমার ভাইদের লাসে।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারি ভাইদের স্মরণ করে,
শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবকে দিই ভরে।