প্রবাসী মেলবন্ধনে সায়েদুর রহমান ভিয়েনা, অস্ট্রিয়া

প্রতিক্ষা
প্রতিদিন মৃত্যুর প্রতিক্ষা করেছি
প্রতিদিন সবুজের সাথে হেঁটে গিয়েছি সহস্র মাইল
প্রতিদিন ঘাস ফড়িংয়ের মত বরফগলা নদী পার হয়ে
চলে গেছি জীবন্ত সূর্যরশ্মির কাছে।
যখন অভুক্ত, কঙ্কালসার পিপড়াদের মিছিল হয় শহর জুড়ে
গনতন্ত্র তখনো ডিলাক্স কনডমের মসৃনতা প্রত্যাশা করে।
বারবনিতার ঘর, সেখানেও পুজা হয়
সেখানেও উচ্চারিত হয় নামাজ, প্রার্থনা আর আরাধনার বানী
দেহ বিক্রি করে কেউ খাবারের সংস্থান করে
খাবার বিক্রি করে কেউ ছুটে চলে মসৃন দেহের খোঁজে।
জগতের যতসব উল্টো নিয়ম-
তোমার ঘরে জন্ম নিলে রাম
আর আমার ঘরে জন্ম যে নেয়, তার নাম রহিম।
প্রতিদিন ভাবি বদলে ফেলবো এ নিয়ম
প্রতিদিন ভাবি দেয়ালে আঘাত করার এখনই সঠিক সময়
প্রতিদিন মৃত্যুর প্রতিক্ষায় থাকবো
প্রতিদিন গাইবো শেকল ভাঙার গান।
পুজারী আর নামাজী যেদিন এক কাতারে দাড়াবে
গীর্জা আর প্যাগোডা যেদিন মিশে যাবে একবিন্দুতে
মানুষ সেদিন সত্যি করে প্রভুর দাস হবে
মানুষ সেদিন সত্যি করেই ফিরে পাবে তার হারানো নীড়।
পথে যেতে যেতে, পথের ধারে
মানুষের জন্য তাই অবিরাম বোবাকান্না
মানুষ যেদিন মানুষ হবে
মিটে যাবে পৃথিবীর সব দেনা-পাওনা।