নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ২)

কৌতুক নাটক – “কি কেলেঙ্কারি”

দ্বিতীয় দৃশ্য – জনবহুল রাস্তা

(সর্বাঙ্গে পান ঝোলানো অবস্থায় পানওয়ালা এসে বলে)

পান বিক্রেতা। কামাতে(রোজগার) তো হবেই বলুন!না কামালে পেট চলবে কেমন করে। তাই বলছি পান করুন পান,না মানে খান,খান।এই পান খান পান।মখের গন্ধ ,দূর্গন্ধ সব দুর করুন। খাবার হজম করুন।সঙ্গে কান ভাঙ্গানি কথাও শুদ্ধ হয়ে যাবে যদি খান আমার এই মিষ্টি মিষ্টি পান। চুষে চুষে খান!চিবিয়ে ,চিবিয়ে খান!ঘুরিয়ে ঘুরিয়ে খান!ঘষে ঘষে খান।মিষ্টি করে খান ! চবন দিয়ে খান !জর্দা দিয়ে খান। লগড়ে ,লগড়ে খান!খেয়ে মুখ লাল করুন !আমার দেওয়া পান।কোন চিন্তা নেই।সব দিয়ে খান আমার এ পান।কেউ নেবেন পান,কেউ চান পান?

(স্বপনের প্রবেশ)

স্বপন । এ্যা!চা-চা- চান করবো! চান!কি কে-কে কেলেঙ্কারি !এই সকাল বেলা ঠা-ঠা- ঠান্ডায় হিম হয়ে যা-যা-যাচ্ছি।এ-এ- এখন করবো চান!তু-তু-তুমি করো,তু- তুমি করো চান, আমি স-স- স্বপ্ন দেখব স-স-স্বপ্ন।না না রকমের স্বপ্ন । হা-হা-হাসির স্বপ্ন, কা-কান্নার স্বপ্ন, ঘু-ঘুমিয়ে স্বপ্ন,জেগে উঠার স-স-স্বপ্ন।শা-শা-শান্তির স-স- স্বপ্ন।উ উ উঠে থাকার স্বপ্ন।ভা- ভালো ভালো স্বপ্ন।

পান বিক্রেতা ।না গো না চান কেন করতে বলবো! আমি বলছি পান খান পান।পান চান পান।

স্বপন।খা-খা-খান, খান করে এত মানুষ কে খে-খে- খেতে বলার দ-দ- দরকার কি বাপু। আমার আবার খেতে ভালোই লাগেনা।ব-ব-বলি খাওয়াটা কি বড় কথা হল।দেখে কি শান্তি হয়না বলো।এই ধরেন আ-আ-আপনি যে ভাবে সেজেছেন গা ভ-ভ-ভর্তি পান দিয়ে ।এ-এ-এটা দেখে কি শা-শা-শান্তি হচ্ছেনা।কেমন কেমন নুতন নুতন তা দে দে দেখেও শা না শান্তি কি হ-হ-হয়না।অন্যের শান্তি তে তো বে বেশ বেশী শা-শা-শান্তি।

পান বিক্রেতা।না মানে –

স্বপন। কা-কানে কম শুনেন?শুনবেন বৈ-বৈকি! সকাল থেকে রাস্তায় এত চে-চ-চেঁচামেচি,ডা-ডাকা হাকা করে চান করতে বলছো আ! কেন কানে কম শুনলে আপত্তি কি।কানে কম শোনা কোন রোগ নয়
।ওটা হল গিয়ে তুমি আস্তে আস্তে বললে আমি জোরে শুনবো কেমন করে।আমি আস্তে বললে তু-তু-তুমি কা-কা-কানে শুনবে কেমন করে!

(হঠাৎ বুড়ো এসে বলে)

বুড়ো । কানে শুনেই এলাম। তা কি পান পাওয়া যাচ্ছে হে ছোকরা।বলি দে না একখান জর্দা দিয়ে কেওড়া গোলাপ পান।যে পান খেয়ে মুখসুদ্ধি করে আমি করিব আমার কাম।বৌ বলেছে এক আধটা পান খেতে পারি পান।পান খাওয়া টা নেশা হলেও একটা আধটা চলবে।আমি কি একটা পান পেতে পারি মিষ্টি, মিষ্টি পান।

স্বপন ।মিঃ মিষ্টি আম! এই মুকুল আসার সময়ে আ আম কোথায় পাবেন আম। হাঃ হাঃ হাঃ যতসব আ আ আদিখ্যাতা।তবে স্ব স্বপ্নে দেখে নিন আপনি খাচ্ছেন পা পা পাকা পাকা আম।

বুড়ো ।এ কে রে হতভাগা ।এ তো দেখছি কানে বেশী শুনে।এবে বলতে বাবা শুনে। আমার বৌ–+

পান বিক্রেতা।বৌ কে বলতে হবেনা আমিই বলে দিচ্ছি।এর নাম স্বপন।স্বপ্ন দেখায় ওর কাজ।আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি ও জেগে স্বপ্ন দেখে।

স্বপন। দে দে দেখতে পেয়েছি ঐ আড়ালে লুকিয়ে লুকিয়ে হা -হা-হা- হা-হাসছে কেউ ।হাসবে,হাসবে এ দুনিয়ায় যারা আজ কা কা কাঁদছে! একদিন আসবে তারা ঠিক হাসবে।হাসতে হাসতে গ গ গড়াগড়ি খাবে গ গ গ গড়াগড়ি।(হাসি)

বুড়ো।এ্যা !জড়াজড়ি করে হাসছে যেন!

পান বিক্রেতা। হাসবে ,পান খেতে খেতে হাসবে।তবে সেদিন খাবে মিষ্টি পান।কারণ!হাসতে গেলে তো হেঁচকি ওঠা চলবে না বলুন।প্রান খুলে হাসতে হবে।খেতে হবে মিঠাপাতি পান।

বুড়ো।হাসব আর কবে, যমের ঘর যাব যবে।বলি এ হ্যারিকেন ও লাঠি নিয়ে বেরিয়েছি কেন বলি তাহলে।আমার বৌ বলেছে-

স্বপন।ম ম মৌ আপনার মে মে মেয়ে বুঝি?

বুড়ো।মেয়ে কেন হবে হতভাগা!আর মৌ কেন হবে ।আমি বলছি আমার বৌ,বৌ। শুধুমাত্র আমার আদরের বৌ। আমার বৌ কি বলেছে জানিস?

পান বিক্রেতা । নিশ্চয় আপনার অন্ধকারে হাঁটতে অসুবিধা হয় তাই এই হ্যারিকেন ও লাঠি নিয়ে হাঁটতে বলেছেন।তা ছাড়া–

বুড়ো।ঐ ছাড়া ছাড়ির কারবারে আমি নেই বুঝলে! আজ পঞ্চাশ বছর হল একজন কে ছাড়িনি বলেই আজ এ হ্যারিকেন আমার হাতে উঠেছে।সে হল আমার বৌ।তাই সাত সকালেই ঘুম থেকে উঠেই ছুটেছি-

স্বপন।ফুল ফু ফুটবেই তো ।সব ফুটবে প প পদ্ম,পলাশ, রজনীগন্ধা,মা মা যামিনী, টা টা কাঞ্চন,জুই,চামেলি তারা সকলেই একে একে ফুটবে সময় হলেই ফুটবে। চারিদিকে গ গ গন্ধে তখন ম-ম-করবে।আর–

বুড়ো।বৌ তোর বলবে এ এক জুটেছে বেশ কালা,তোতলা।হরিবোল!হরিবোল।বলি তারা ফুটছে ফুটুক।আমি এখন যাই।এখানে থাকলে আবার কোন অঘটন না ঘটে ,অঘটন। আমার বৌ বলেছে যে খানে পাবে বোকার দেখা।সে জায়গা করবে ফাঁকা।হে হে হে। ( চলে যায়)

পান বিক্রেতা।তা যা বলেছেন।কি বলতে কি শুনবে কে জানে। আমি বাবু পান বিক্রি করি ।এর ফাঁদে ফেসে থাকলে আমাকে না বেচতে হয় পঁচা পঁচা পান। পঁচা পান।

স্বপন।প প পঁচা কেন খাবো! এ্যা! আমি ঐ পঁচা পঁচি আবার খে কে খেতেই পারিনা। আবার বলে কিনা প প পঁচা খান।না না আমার এ দেশে সব ভালো জিনিষ থাকবে।সব ভালো হবে । আমার দেশ হবে স স সকল দেশের সেরা।সব কিছুই ভা ভা ভালো,খু খু খুব ভালো।

(বলতে বলতে চলে যায়)

ক্রমশ.

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।