কবিতায় বলরুমে সুপম রায় (সবুজ বাসিন্দা)

পিতৃভূমির শেষ চাষী

থামিয়ে রাখার মুহূর্তরা নেয় ছুটি,
মেঘলা দিনে কান্না জমায় গ্রামবাসী ।
অনেকটা পথ স্বর্গ থেকে রোজ কাটি,
আপাতত পিতৃভূমির শেষ চাষী ।

মলিন সুতোয় হাতের ঘুড়ি দেয় আড়ি,
কন্ঠ কেমন গম্ভীরতার বাঁক টানে ।
খুচরো পাহাড় তফাৎ রাখে যজ্ঞেরই,
স্নানের জলে ঠাণ্ডা আসে সাম্পানে ।

ফিরবো আবার গ্রীষ্ম থেকে বর্ষাতেই,
জন্ম থেকে মৃত্যুতে সব দাস-দাসী ।
বিষের পরে অমৃতপান রোজ চলে,
আপাতত পিতৃভূমির শেষ চাষী ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।