কাব্যানুশীলনে শুভ্রব্রত রায়

একটি গাছ, একটি প্রাণ
ছোট গাছ, ছোট প্রাণ
জীবনের খতিয়ান
শুদ্ধ বাতাস, বুক ভরা শ্বাস
গাছ পালার দান।
কাঠ, ফল, ফুল পেলে
সকলে হই ধন্য
তাই জেনো নিতে হবে
পাদপের যত্ন।
সাড়ে যে সে দিতে জানে
প্রেমে ও আঘাতে
জন্ম মৃত্যু হয় তাদেরও
এই ধরাতে।
কাঠ কেটে, ফুল ছেঁটে
কেন হই তৃপ্ত
তারাই যে করে তবু
ধরণীকে সিক্ত।
ওষধির অমৃত
পেয়ে হই সুস্থ
ওরা গেলে সব যাবে
জীবন বিবৃত।