গদ্যানুশীলনে শুভ্রব্রত রায়

রহস্য
অন্তু থাকে কলকাতায়, তার দাদার বিবাহ। তাই মন্তেশ্বরে থাকা তার বন্ধু রক্তিমকে ফোন করে আমন্ত্রণ জানালো আসার জন্য। রক্তিম বলল আবশ্যই যাব, তুই বলেছিস আর আমি যাব না?
ধীরে ধীরে দাদার বিবাহ এসে পড়ল, সকলেই আনন্দে মেতে উঠল। তার বন্ধু রক্তিমও এলো বিবাহ তে, আর তার পরের দিনই চলে গেল বাড়িতে কাজ আছে বলে।
হঠাৎ, তার পরেরদিন সকালে ফোন এলো রক্তিম আর নেই। যেদিন তার দাদার বিবাহ ছিল সেইদিন সকালে কলকাতা যাওয়ার পথে রক্তিমের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ঘটে।