T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় শুভ্রব্রত রায়

রিক্সাকাকু
ভুবন স্কুলে যায় রিক্সা করে রিক্সাকাকুর সাথে, আবার স্কুল ছুটি হলে রিক্সাকাকুর সাথে ফেরে বাড়িতে। তাই রিক্সাকাকুর সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। রিক্সাকাকু ভুবনকে আইসক্রিম, লজেন্স, চকলেট মঝেমধ্যে কিনে দেয়।
একদিন স্কুল ছুটি হল তাড়াতাড়ি। ভুবনের বন্ধু ঈশান বলল – চল, আমাদের বাড়িতে ক্রিকেট খেলব, আমার বাড়িতো পাশেই।
ভুবন বন্ধুর বাড়িতে গিয়ে খেলতে চলে যায়। বিকাল হয়ে এলে তার মনে পরে বাড়ি ফিরতে হবে।
তৎক্ষণাৎ, ভুবন স্কুলগেটের কাছে এসে দেখে তার জন্য আধঘন্টার অধিক সময় ধরে অপেক্ষা করছে রিক্সাকাকু।