|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুপম রায় (সবুজ বাসিন্দা)

যোগাযোগ বিচ্ছিন্ন
দুঃখের গল্পগুলোতে হিজিবিজি স্বাক্ষর দিয়ে গেছে মানুষটা,
লিখে রেখে গেছে সম্পর্কের ব্ল্যাংক চেকে হাজারটা শূন্য।
বছরের পর বছর অতীতের গাছ বড় হয়ে ওঠে,
আর তাঁর ছায়ার বর্গ স্বর্গ সমান হয়।
এক জোড়া পা মহাকাশ-স্বপ্নে হেঁটে গিয়েছিল গ্লিজে ৫৮১ সি-এর দিকে,
অলৌকিক বর্ষা হয়েছিল সেইবার,
উল্কা ঝরে পড়েছিল বারো মাস বসন্তের পরিবারে।
তখন ‘বাবা’ নামের গায়ের সুগন্ধ
কর্পূরের মতো উবে যায় এক নিমেষে,
শোকের পর্বত ঘিরে ফেলে বাড়ির চারপাশ।
আজও ২৬শে সেপ্টেম্বর এলে
সাদা থানের মেঘ জড়ো হয় বাড়ির ছাদে।
প্রতি বছরের মতো ফিনিক্স প্রজাতির পাখিগুলো এসে
অদ্ভূত ডাকে ঘুম ভাঙিয়ে দিয়ে যায় আমাদের।
শান্তির সেই ঘুম কতদিন পাইনি…!