T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন সুতপা পূততুণ্ড
অন্য আবির
এক ফুল থেকে আর এক
ফুলে ভ্রমরের পায়ে পায়ে
ছড়ানো সুগন্ধযুক্ত
ফুলের পরাগরেণু
তাতে জড়ানো মাধুকরী প্রেম,
বিষন্নতা ছুঁড়ে ফেলে শুধু
ভালোবাসা বিলানো।
টাটকা অথবা বাসী ফুলের
পাপড়ি বাটা,ভোঁতা শিলনোড়ার
মিহিদানায় শুধু স্পর্শ জেগে থাকা,
এক চুম্বক আকর্ষণ যেন
জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে বেঁধে
রেখেছে সেই ফুলের অস্তিত্ব।
দোল পূর্ণিমার রাত্রে ভয়ে
কাঁটা হয়ে থাকে সেই ফুল,
পায়ে বিঁধে থাকা দুষ্টু ভ্রমরের
হূল।
লজ্জায় আভরণ খোঁজে ছিঁড়ে
যাওয়া শেষ পাঁপড়ির ডানা,
পরাগ খোয়ানো ফুল।
যেদিন সবটুকু রস শুষে নেবে
পৃথিবী,তারপর তার জায়গা
হবে ডাস্টবিনে অথবা সরকারি
কোনো হোমে,সেদিন তুমিও
রঙ মেখো তার শেষ নির্যাসটুকু
দিয়ে…….