মার্গে অনন্য সম্মান শ্রীমতি পান্না দাস (অ্যাডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬৮
বিষয় – নবান্ন
বাংলার নবান্ন উৎসব
ঋতু বৈচিত্র্য হেমন্ত আসে শীতের আগে,
কার্তিক পেরিয়ে নীরবে আবির্ভাব ঘটে অগ্রহায়ণে।
একসময় নতুন বছর বাঙালির শুরু হতো অগ্রহায়ণ মাস দিয়ে।
তাইতো এ মাস হয়েছে অগ্রহায়ণ নবান্ন উৎসব নিয়ে।
বাঙালির উদযাপিত হয় নবান্ন ঐঐতিহ্যবাহী শস্যোতসব দিয়ে।
বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদন হয় নবান্ন নাম দিয়ে।
নবান্ন অর্থ” নতুন অন্ন” নতুন আমন ধান কাটবার জন্য।
নবান্ন উৎসব মিশে আছে, বাঙালির হাজার বছরের ইতিহাসে।
বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব হয়,
মেয়ে জামাই সহ আত্মীয়দের নিমন্ত্রণ দিয়ে।
নতুন চালের পিঠা পায়েস খাওয়ার জন্যে।
এছাড়া রয়েছে কাকের উদ্দেশ্যে দেওয়া নৈবেদ্যকে” কাকবলী” বলে।
গৃহ দেবতাকে নবান্ন দিতে হয় নতুন ধান উৎপাদনের সময়ে।
নবান্ন উপলক্ষে পাড়ায় পাড়ায়, ঘরের দাওয়ায়,
বাড়ির উঠোনে, রাস্তার মোড়ে মোড়ে।
ছোটদের বাড়তি আনন্দ দিতে হয় গ্রাম্য মেলা দিয়ে।
দেখা যায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাসের খেলা।
বড়দের জন্য যাত্রা নাটক সহ সংস্কৃত পরিবেশনা করে।
বাংলা আনন্দের উৎসব হিসেবে নবান্ন জাতীয় উৎসব দিয়ে।।