কাব্যানুশীলনে স্বপনকুমার পাল

প্রত্যাশী
আমাকে দিতে পারো একটা শরতের শিউলি ঝরা ভোর
মন খারাপের একটু ও জায়গা থাকবে না ঝরবে শিশির
একফালি বিকেল সূর্যডোবা কাশবন
মেঘহীন স্বচ্ছ নীল তুষারধবল গালিচা সমীচীন
বালিয়াড়ি পেড়িয়ে সমুদ্রের উচ্ছল উত্তাল
ঘরহারা শামুক শঙ্খচিল কবে হয়ে ছিল মিল
একটা বাংলার গোটা সবুজ ধানক্ষেত
একটা শিশুদের কোলাহলমুখর প্রভাত
আমি তেমনি দেখতে চেয়েছি আমারি বাংলার ছবি
আকাশ পাখি ঘাস মিলে মিশে রোদ ছড়ায়েছে রবি
কতকাল পরে আসবে এমন মিষ্টি রোদেলা দুপুর
সাক্ষী থেকো নদী -ঝর্ণা -পাহাড় মন হবে ভরপুর
একটা দুপুর একটা ভীষণ মিষ্টি দুপুর
যে দুপুরে ব্যস্ততা শুধুই অশ্রুঝরা নীরবতা দূর
এমন একটা বাংলা এমন একটা বাংলা দেখব বলে
কত পথ হেঁটেছি এখনো কত পথ বাকি থাকলে এ-সব মেলে ।