দিব্যি কাব্যিতে সুদর্শন প্রতিহার

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

আমার রুখা বাগানের শুখা মাটি
আর এক ঠ্যাঙি দিয়ে দাঁড়িয়ে আছে
ন্যাড়া গোলাপের গাছ ,
ফুল নেই – পাতা নেই
আছে কিছু কাঁটা ,
……….বেঁচে আছে বসন্তের আশায় I
চোখ-তো দিব্যি দেখতে পাচ্ছে
বসন্ত এসেগেছে চারিদিকে
গাছের পাতায় ,ফুলের বৃন্তে
……….আর তাদের বাসন্তী সুগন্ধে I
হিংসে হয় বটে ;
তোমার বসন্ত ভরা বাগানটাই
চোখ রেখে —
তবে আমি দেখেও খুশি ,
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত I
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।