T3 সাহিত্য দ্রুমের হাফ সেঞ্চুরি পর্বে সুদর্শন প্রতিহার

যুগের রঙ

মা ;তুমি রঙ চেননা !
একরঙা সুতোটা আরো কতদিন চালাবে
এবার তো বদলে ফেলো …
…চেয়ে দেখো চারিদিকে কত রঙ !
এবার একটু যুগোপযোগী হও —
যুগের রঙে তো রঙিন হতে হবে…নাকি !
চলো আজ একটা অন্য রঙের
সুতো কিনে আনি বাজার থেকে
লাল-নীল-সবুজ যাহোক একটা ,
সাদাটা বড্ড পুরানো ফ্যাশন
মর্ডানের সব রঙ কালোতে মেশে ;মা !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।