।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সব্যসাচী পণ্ডা

অন্নপূর্ণা

সন্ধ্যার পুকুরে রোজ গৃহিনীরা গা ধোয়।
সাবধানে তারা নামে বাঁধানো ঘাটে,
এলোমেলো কথা বলে।
পুকুরের চারপাশে কচি ধানের পাতায়
তাদের শারীরিক সুবাস ছড়িয়ে পড়ে।
অসমাপ্ত সিঁড়ি বেয়ে
সারা পথ পায়ে পায়ে জলের আলপনায়
শুক্লপক্ষের প্রথম চাঁদের আলো মেখে
তারপর তারা যখন বাড়ি ফেরে
তুলসীতলায়, উঠোনে আর ভাঁড়ারের চারপাশে
তখন তাদের হৃদয় থেকে
ভেজা চালের গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র
অজস্র ফোঁটায়।

অলকানন্দা

উদাসীন নও কভু উজ্জ্বলতা চেনোনা
আছে যা আলোর বৃত্তে সেটুকু জানোনা
পরাগ শুধু ভ্রমর চেনে ঘূর্ণি কুঞ্জ পাকে
আমার ধ্বজা আমার আত্মা স্নায়ুহীন বাঁকে।
এ পারে নিপাত হও আলোহীন ভয়
ওপারের বাঁধা পথে নির্লজ্জ ক্ষয়
ব্যথা জানো, জানো শরীরের দাগ
নিজ হাতে সাজাও সযতন অনুরাগ।
জানি তোমার শেষ নেই,নেই লঘু গুরু
অথবা লবন জলে ঢেউ তোলা শুরু
ধীরে ধীরে পাক দাও কবুতর সন্ধ্যায়
দূর শরীরের নিকটে অজানিত অবেলায়।
ওগো নির্ভয়,দ্বিধা নয়,থাক শুধু জয়
সুগম সে পথ,ফিরোনা মেনে পরাজয়
যে ফুলের নাম যতনে রেখেছ অলকানন্দা
হৃদি ভেসে যাক তার অতলে,শরীর সুগন্ধা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।