T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ছবি ধর

আমার উমা —
মেঘেদের কোলাহলে আগমনী শোনা যায়,
আনন্দ ধারা ভুবন জুড়ে আলোর বেণু বাজায়।
কাশ ফুলের ধবল আঁচল পাতে নদীর দুই তীরে,
নীল সায়রে পদ্মফুলে ভ্রমর গুঞ্জন অনুপম সুরে ।
মন্দির মণ্ডপে সাজ সজ্জায় ঝিল মিল রোশনাই,
শারদ মেঘ বার্তা দিলো অঙ্গনে খুশির সীমা নাই।
শিশির কণা মুক্তোসম রেশমি আঁচল বিছায়,
শিউলি ফুলের সৌরভ সুখ মেলে বাগিচায়।
কৈলাস থেকে ঘোড়ায় চড়ে আসছেন উমা,
পুজো প্রাঙ্গণে বিপুল আয়োজন অর্ঘ্য উপমা।
দুর্গতি নাশিনী মর্তে আসেন দুর্গা পার্বতী রূপে ,
ঋতুরানী শরতে দেবী আরাধনা করি দীপে ধূপে ।