ক্যাফে কাব্যে স্নেহাশিস পালিত

সময়মতো

ভাবনার অগোছালো বিন্যাসে মোড়া আগাগোড়া…
বিক্ষিপ্ত ছড়ানো কাব্যের টুকরো অবয়ব –
সাজিয়ে তুলি দুর্বোধ্য শব্দের ঝংকারে!

তবুও কখন যেন প্রাণ পায় আমারই অলক্ষ্যে…
বোদ্ধা ভক্তদের উজ্জীবিত বোধশক্তি –
আড়াল করে সমালোচনার তীক্ষ্ণ তীর!

বিমর্ষ হৃদয় আঙুল তোলে বারবার…
হতে হয় মুখোমুখি বিশ্লষণী মানদণ্ডে,
কাটি, ছিঁড়ি, জুড়ি ভাবের সারবস্তু মেনে।

পাল্টে ফেলি কিছু রসায়ন সযত্নে,
মুচকি হেসে তখনই বলে ওঠে –
এখানে প্রেম ঢালো, ওখানে দাও দ্রোহ…

আশা, বিশ্বাস, ভরসার অলিগলি পথে –
হাঁটতে দাও নিজের আপন ছন্দে …
সময়মতো আমিই হবো প্রেম, বিরহ, প্রতিবাদী সত্তা।

Spread the love

You may also like...

error: Content is protected !!