কবিতায় শান্তনু প্রধান

কফিন
আমাকে কফিন রুমে রেখে
ঠিক চলে গেলে শনিবার কফি হাউস
অথচ বিকেল গড়িয়ে যে স্রোত নেমেছে বাল্মীকির সভা কক্ষে
তুমি তা কোনদিন জানবেনা বলে
তোমরাই ভ্রূণ থেকে অঙ্কুর হতে চেয়েছি বহুবার
কোনো প্রকাশকের সম্মতি মিলবে না বলে
আজ আমি পথে পথে বৃক্ষ লাগাই
সেই বৃক্ষে ঝুলন পূর্ণিমার দিনে চাঁদ দুলে যায়
তাও তুমি কিভাবে যে চাইছো তোমার কক্ষপথ জুড়ে লেগে থাকা ধ্রুপদী মৃত্যুর আবরণ
সবটাই কেমন একটা জট পাকিয়ে
দশ আঙুল ডুবে যাচ্ছে আরো শালীন অন্ধকারে
আরো ঢেউ বাড়ছে দেখে গুরুত্বপূর্ণ মেঘেরা
অমরত্বের প্রত্যাশা গায়ে মেখে
হাত ধরাধরি করে খসে পড়ছে পাহাড়ের ঢালে
আর আমি কফিন রুমে একা
শুধু একাই হৃদপিণ্ডে পুতে চলেছি একটি গোলাপ চারা