কবিতায় শান্তনু প্রধান

তুমি আসবে
তফাতে তার শাসক নদী
দু-কূল জুড়ে প্রতিকূল যুবকের স্তব্ধ ধুলো
প্রত্যাশী আলো কেন যে শুধু ভাঙ উচ্চতা
খেলার ভিড়ে মিশে থাকা বীণা
শোকের অন্ধকারে নিজস্বতা হারালো বলে
নদীটি পেরিয়ে আসতে কি পারো পরমের হাটে
সামান্য এ জীবন
স্পষ্টতর হাওয়া
কেন যে রাখো অন্যের নিয়ন্ত্রণে
নেশার অরণ্যে অযথা আয়োজন
ফোঁটা ফোঁটা জল বাধ্যত আলোর আকর্ষণ
বিচিত্র মেঘের ব্যবধানে উদ্দেশ্যবিহীন ঝোরে পড়ে
ঠোঁটের ওপর লেগে থাকা অসহায় জল
চিনে রাখো তোমার শাসক নদীটিকে
এই যে সময় নিভৃতে জেগেছে সহস্র ফণা
মগ্নচৈতন্য মন্থন করে
তুচ্ছ করে যাবতীয় মরণ ভয়
একদিন ঠিক স্রোত আসবে সঠিক আবহাওয়ার