কবিতায় শান্তনু প্রধান

জ্বর
তোমার জ্বরে পুড়ে যাচ্ছে
পুড়ে যাচ্ছে ৫২ তীর্থের রমণী
আমি একা দাউদাউ
কেনো যে খুঁজে চলেছো মরুভূমির ভেতর প্রাণের সঞ্চার
তোমার জ্বরে পুড়ে যাচ্ছে সভ্যতার কাঠি
তোমার জ্বরে এখনো আমি বকুল নিয়ে বসে থাকি
তোমার জ্বরে এইতো সেদিন অজ্ঞাত এক চরে
আহারে ঢেউ ছিল না আমি একা দেখা হল লাল কাঁকড়ার ঘরে
তোমার জ্বরে মিথ্যে কথা তোমার জ্বরে শ্রাবণ
তোমার জ্বরে ভেঙে বুঝি পাড়া গাঁয়ের ১৪ মাদল।