কবিতায় সৌম্য পাল

গোলাপ দিবস
কাঁটা দিয়ে কাঁটা তোলা,
সাদা, হলুদ কিংবা লাল….
সবই যে, এক একটি গোলাপ,
তাতে জুড়ে থাকে না বলা সংলাপ!
বিরহী তার আপন মহিমায় উদ্ভাসিত,
ভাস্কর্য নির্মাণে ব্যস্ত, যেন আলোকিত।
ভুল পদক্ষেপে আজীবন সমালোচিত!
তবুও তারা দম্পতি – নয় বরং চ’গোচিত!
এটাই পণ করেছে দুজনের ঘুচবেনা বন্ধন,
প্রতি ফেব্রুয়ারিতে বাঁধা পড়ুক আরও জীবন।