T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সৌম্য পাল

দিনলিপি
হঠাৎ করে সেদিন পথে,
হয়েছিল সেই তার দেখা।
দু’জনেরই যে বয়স হয়েছে,
বোঝা গেলো চামড়ায় বলিরেখা।
স্মৃতির পর্দায় ভাসছিলো তখন,
এইতো সেদিন ও ঐ দু’জন।
গভীর প্রেমে মত্ত ছিলেন,
শুনে না সন্ধ্যার কূজন।
মুখোমুখি হয়েও কেমন যেন,
করেছিলাম নীরবতা ধারণ।
হয়তো “সময়” ও “বাস্তব”র যাপন,
ও পথেই করেছিলাম নীরব স্মরণ।
হঠাৎ দমকা বাতাস এসে,
উড়িয়ে দিয়েছিলো ওর চুল।
আমি অবাক নয়নে তাকিয়ে,
করেছিলাম ভুল ! কী করে ?
ধরতে গিয়েও হাতটা যে তার,
শান্ত মন করেছিলো বারণ।
নতুন করে কী প্রেম জেগেছে,
আনমনে করেছিলাম তার গড়ন!
ভাবলাম এখন আমরা দু’জন তাই,
ভিন্ন লাটাই এ বাঁধা সুতোয় গাঁথা।
মন খুলে কী কথা বলতে চাই,
সম্ভাবনাময় এক গভীর আশা!
হয়তো সুখী বা দুখী সবটাই,
হয়তো নয় এসবের কোনটাই।
সময়ের সাথে গুলে ফেলছি ভয়,
জানি না কেন করছি অভিনয়!
আপস করেই হয়তো চলে জনগণ,
দু’জন আমরা ছন্দের জীবনে।
মনের কথা রেখেই আপন মনে,
করে চলেছি চিরাচরিত দিনযাপন।